বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আবার প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গ। কিছুদিন ধরেই ক্রমশ বেড়েছে অস্বস্তিকর গরম। গোটা দক্ষিণবঙ্গেই এখন পারদ ৩৫ ডিগ্রির ওপরে। বাড়ছে আর্দ্রতাও। তার জেরে হাঁসফাঁস অবস্থা।
এই হাঁসফাঁস অবস্থা রবিবার সকাল পর্যন্ত থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারণে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবার সন্ধ্যার পর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। কারণ একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হবে পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশ উপকূলে। রবিবার বিকেলের পর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গে শুরু হবে প্রবল বর্ষণ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, দুই ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের প্রভাব মূলত রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। তবে বুধবারও কম দাপটে বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আলিপুরদুয়ার আর কোচবিহারে কার্যত রেকর্ডভাঙা বর্ষণ রয়েছে। গত ২৪ ঘণ্টাতেও সেটা বহাল ছিল। উত্তরের সব জেলাতেও গড়ে ৭০ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।