পুজোয় কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মহাপঞ্চমীতে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ষষ্ঠী–সপ্তমীতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ষষ্ঠীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সপ্তমীর দিন কলকাতাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্তও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হাওড়া, হুগলি, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। ২২ থেকে ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। প্রথমে তার অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল হলেও পরে বাংলা–বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসার ইঙ্গিত। তাই বৃষ্টির বিস্তার এবং তীব্রতা বাড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। বৃহস্পতিবার দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু বিদায় রেখা ফের সক্রিয় হবে। আগামী দুই থেকে তিন দিনে পশ্চিমবঙ্গ সিকিম ও ছত্তিশগড়–সহ বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। একের পর এক নিম্নচাপের জন্য বর্ষা–বিদায় রেখা একই জায়গায় আটকে ছিল।
দুশ্চিন্তা মূলত উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই বেশি। উপকূলের কাছে যখন আসবে, তখনও গভীর নিম্নচাপ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সুন্দরবনের বাঁধ নিয়ে চিন্তা তৈরি হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি।