সোমবার সর্বোচ্চ তাপমাত্রা কমার ইঙ্গিত মিললেও, এখনও স্বাভাবিকের অনেকটাই উপরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এই পরিস্থিতিতে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার পরোক্ষ প্রভাবে পুজোয় বৃষ্টির ভ্রুকুটি দেখছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ শক্তি সঞ্চয় করে অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে মাঝে স্থলভাগে প্রবেশ করবে।
এই পরিস্থিতিতে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবার বাড়ছে। বৃষ্টি যে আসন্ন তা এই জ্বলীয় বাস্পের পরিমান বৃদ্ধি থেকে স্পষ্ট। আজ ও কাল হায়দরাবাদ–সহ তেলঙ্গানায় অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু উপকূলে। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আগামী দু’তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বঙ্গে বৃষ্টি।
গত সপ্তাহে বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু শহরে বৃষ্টি হয়নি। দমদম ও সল্টলেকেও বৃষ্টি হয়নি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশ। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে সকাল থেকেই। দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও।