রবিবাসরীয় সকালেই আকাশের মুখ ভার করে এসেছিল। কোথাও কোথাও বৃষ্টি হলেও কলকাতা বৃষ্টির মুখ দেখতে পায়নি। কালো করে ঘনিয়ে আসা মেঘ আর সঙ্গে ঝড়ো হাওয়াতেই সন্তুষ্ট থাকতে হল মহানগরীকে। ছুটির সকালটা শুরু হল এভাবেই। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ও ঝড়বৃষ্টি হতে চলেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১ জুন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আর
মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে। সঙ্গে বৃষ্টি তো থাকছেই। এরপর ৪ জুন পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের পূর্বাভাস রয়েছে।
জানা গিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে ওই নিম্নচাপ অক্ষরেখা। তাই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর সেখান থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বলেই গরম থাকলেও মাঝেমধ্যেই ঝড়বৃষ্টি হবে। তাছাড়াও আমফান শক্তিশালী করেছে মৌসুমী বায়ুকে। ফলে আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা। আর তার জেরে কালবৈশাখীর দোসর প্রাক বর্ষার বৃষ্টি। কালবৈশাখী আর বৃষ্টির কারণে অস্বস্তিকর গরমের থেকে একটু হলেও স্বস্তি পাবে বাংলা।