রাজ্য

কিছুক্ষণের মধ্যেই বঙ্গে বৃষ্টিপাত

রোদের তাপে হাঁসফাঁস বাংলা। গরমে হাসফাঁস অবস্থা কলকাতা–সহ রাজ্যবাসীর। জমিয়ে বেড়ে চলেছে বাতাসে আর্দ্রতার পরিমাণ। বিকেলের পরই রাজ্যবাসীকে স্বস্তি দিতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে বৃষ্টিপাত।
শুক্রবার দক্ষিণবঙ্গের ১১টি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বিকেলের পরই দক্ষিণের জেলাগুলিতে ঝড়–বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হওয়া।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শিলা বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হওয়া। শনিবারেও উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে কলকাতায় বেলা বাড়লে আংশিক মেঘলা হবে আকাশ। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৪৯ শতাংশ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর–পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে জম্মু–কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের উত্তর–পশ্চিমের পার্বত্য এলাকায় ঝড়–বৃষ্টি, শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও হতে পারে তুষারপাত। আগামী কয়েকদিন গুজরাট, সৌরাষ্ট্র এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।