বাংলাদেশ

প্রবল বৃষ্টি শুরু হয়েছে পদ্মাপারে

আষাঢ় মাস পড়তেই রোজ আকাশ কালো মেঘে ছেয়ে থাকছে। বৃষ্টির এই দাপট কমছে না। বরং আরও তিন দিন চলতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সাগর থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। করোনা আবহে এই ঘন ঘন বৃষ্টিতে রাস্তাঘাটে খুব একটা কেউ বেরোচ্ছে না।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। তাই শুক্রবার ও শনিবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষাকাল পুরোদমে চলে আসায় টানা রোদ থাকবে না। কারণ আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা কমবে না। ২১ জুন পর্যন্ত বৃষ্টি চলবে। ২৫ জুন পর্যন্ত বৃষ্টি কিছুটা কম হবে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এমনকী কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, পটুয়াখালীর খেপুপাড়ায়, বাগেরহাটের মোংলা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকায় ভাল বৃষ্টি হয়েছে।