ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার আগমনে উত্তরে হাওয়া গতিপথ পরিবর্তন হয়েছে। তাই শীতের দেখা নেই রাজ্যে। পাশাপাশি আগমন ঘটেছে বৃষ্টির। কলকাতা- সহ দক্ষিণবঙ্গে জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কিন্তু উত্তরে তো শীত, তুষারপাতও হচ্ছে, তবুও উত্তরে হতে পারে বৃষ্টি। একেবারে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
নতুন বছর শুরু হওয়ার পর ধীরে ধীরে পারদ নামবে। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে এখনই নামছে না। অন্তত নতুন বছরের তিন চারদিনের মধ্যে তা হচ্ছে না। শীতের দাপুটে ইনিংস শুরু হতে নতুন বছরের প্রথম সপ্তাহ কেটে যাবে বলেই মনে করছেন আবহবিদরা।
আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়েও সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে। মঙ্গলবার বৃষ্টি শুরু হয়ে বুধবার পর্যন্ত চলবে। বুধবার শিলাবৃষ্টি হতে পারে পাহাড়ের দুই জেলায়।
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বছরের শেষে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি শীতের আনন্দ মাটি করে দেবে বলে মনে করছেন আবহবিদরা।
পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিরে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলিতেও। আবহবিদরা বলেছেন, পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়ছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপ পরিণত হয়ে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ না সরলে ঠান্ডা পড়বে না।