ব্রেকিং নিউজ রাজ্য

ফের বৃষ্টির পূর্বাভাস

পৌষের শীতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। যার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার দাপটে আগামী বুধবার থেকে ফের বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ১১ জানুয়ারি হাল্কা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১২ জানুয়ারি অর্থাৎ পরদিন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ১৪ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে খবর। ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পূর্বাভাসের সঙ্গে সঙ্গে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে।

ডিসেম্বরের শেষে  ঠাণ্ডা না পড়লেও বছরের গোড়াতেই জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করছেন বঙ্গবাসী। উত্তরে তুষারপাতও হয়েছে। কিন্তু এই শীত বেশিদিন স্থায়ী হয়নি। ঊর্ধ্বমুখী তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলবে আরও কয়েকদিন। ফের জাঁকিয়ে শীত কবে পড়বে, তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি।