he city was relieved from the heat as a result of the rain of relief on Sunday. The Alipore Meteorological Department has forecast heavy rains in Kolkata and other districts of South Bengal till Wednesday. The storm will hit Kolkata and other districts of South Bengal from Monday afternoon.
রাজ্য

জোড়া ঘূর্ণাবর্তে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

রবিবার স্বস্তির বৃষ্টির ফলে গরম থেকে রেহাই পেয়েছে শহর। বুধবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে ঝড়বৃষ্টি বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার বিকেল থেকেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি চলছে। বুধবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ–মেঘালয় সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশের উপর। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও চলবে রাজ্যের বিভিন্ন জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি বাড়বে মঙ্গলবার–বুধবার। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঝড় বইবে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও। বুধবারেও কালবৈশাখী হতে পারে। মুর্শিদাবাদে এর সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টি হতে পারে নদীয়া ও বীরভূমেও।