বুধবারের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। কখনও মুষলধারে তো কখনও মাঝারি বেগে। এদিন আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের কথায়, বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার জেরে দফায় দফায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডে। এই নিম্নচাপের জেরে বুধবার রাতে প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কলকাতার একাংশ।
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আবার বৃষ্টি বাড়বে রবিবার থেকে। বাংলা–ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত অনুমান, তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে ওড়িশায়। তুলনায় কম প্রভাব পড়বে বাংলায়। তবে রবিবার ওড়িশা লাগোয়া দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে জোর বৃষ্টি নামে শহরের একাংশে। মূলত দক্ষিণ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে ঘণ্টাখানেক প্রবল বৃষ্টি হয়। প্রবল বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগণাতেও। এই বৃষ্টির জেরে জল জমে গিয়েছে কলকাতার পাটুলি, গড়িয়া, নাকতলা প্রভৃতি অঞ্চলে। যদিও কলকাতা–সহ দক্ষিণবঙ্গ জুড়ে এদিনও চলে বিক্ষিপ্ত বৃষ্টি। পূর্ব মেদিনীপুরের দিঘায় এখন ভরা কোটাল। বুধবার রাত থেকেই চলছে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবাতেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে।
শুক্রবার থেকে আবার প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম পড়তে পারে কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গে। যদিও ওই গরম খুব দীর্ঘায়িত হবে না। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলায় বৃষ্টি হবে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলাতেও দু–এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
