ব্রেকিং নিউজ রাজ্য

বিধিনিষেধেও শেষ তিন মাসে স্টাফ স্পেশাল লোকালে যাত্রী ছাড়াল ২ কোটি!

রাজ্যজুড়ে করোনা সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ লাগু করেছিল রাজ্য সরকার। মে মাসের মাঝামাঝি সময় থেকে রাজ্যে জারি হয়েছিল কার্যত লকডাউন। বন্ধ করা হয়েছিল লোকাল ট্রেন, মেট্রো সহ সমস্ত গণপরিবহন। যদিও পূর্ব রেল কর্তৃপক্ষ কর্মীদের জন্য কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছিল। তাতে শুধু রেলকর্মীদের ওঠার অনুমতি ছিল।

 

পরবর্তী সময়ে কিছুটা বিধিনিষেধ শিথিল করে রাজ্য সরকার। তখন স্টাফ স্পেশাল ট্রেনে স্বাস্থ্য, পুলিশ, দমকল, সাংবাদিক সহ বেশ কয়েকটি জরুরি পেশার মানুষদের চড়ার অনুমতি দেয় রাজ্য সরকার। ফলে ভিড় বাড়তে থাকে ওই ট্রেনগুলিতে। ধীরে ধীরে স্টাফ স্পেশাল ট্রেনও বাড়ায় রেল। সূত্রের খবর, শেষ তিন মাসে ২ কোটির বেশি যাত্রী উঠেছে হাওড়া ও শিয়ালদা শাখার স্টাফ স্পেশাল ট্রেনে। এখনও পর্যন্ত এর থেকে রেলের যায় হয়েছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার টাকা। যা দেখে চক্ষু চড়কগাছ হচ্ছে রেল কর্তাদেরই।

সোমবার এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ও পরিসংখ্যান প্রকাশ্য এনেছে পূর্ব রেল। তা থেকে জানা যাচ্ছে, গত মে মাস থেকে জুলাই পর্যন্ত ধাপে ধাপে স্টাফ স্পেশাল লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে হয়েছে রেলকে। কারণ এই সময়কালে যাত্রী চাপও বৃদ্ধি পেয়েছে বহুগুণ। অনেকেই বিনা অনুমতিতে ওই ট্রেনে উঠে পড়ছিলেন। ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল ট্রেন চলাচলে। বিশেষ অনুমতিপত্র দেখিয়ে মাসিক টিকিট ইস্যু করছিল রেল, তাতেও সমস্যা দেখা দেয়। ফলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এবার দৈনিক টিকিটও বিক্রি শুরু হয়েছে।আর তাতেই আয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেলের।

 

পরিসংখ্যান বলছে, গত মে মাসে শিয়ালদহ শাখায় যাত্রী সংখ্যা ছিল প্রায় ৩২ লাখ ২০ হাজার। ফলে ১ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা উপার্জন করেছিল রেল। জুন মাসে সেই উপার্জন বেড়ে হয় ১ কোটি ৭৭ লাখ ২১ হাজার টাকা। কারণ যাত্রী সংখ্যা বেড়ে হয়েছিল প্রায় ৫০ লাখ ২৭ হাজার। জুলাই মাসের কয়েকদিন বাকি থাকতেই শিয়ালদহ রুটে ২ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা উপার্জন করেছে রেল! কারণ যাত্রী সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৮২ লাখ ২৫ হাজার। একই চিত্র হাওড়া শাখায়, তবে ওই শাখায় যাত্রী বরাবরই কম হয়। যাত্রী চাপ বাড়ায় শিয়ালদা ও হাওড়া শাখায় যথাক্রমে ৪৬২ ও ২০৪ টি স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলছে।