ব্রেকিং নিউজ রাজ্য

প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে রেল পুলিশের তল্লাশি অভিযান

রাত পোহালেই বুধবার দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস।তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে রেল পুলিশের তল্লাশি অভিযান অব্যহত।  টাটা খড়গপুর রেল লাইনে স্নিপার ডগ, মেটাল ডিরেক্টর দিয়ে রেললাইনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । সেইসঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হল হাওড়া স্টেশন চত্বর। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম ও রেল লাইনের নিরাপত্তা খতিয়ে দেখলেন হাওড়া জিআরপি, আরপিএফ, গোলাবাড়ি থানা ও সিআইডি বোম্ব স্কোয়াডের আধিকারিকরা।

এদিন, জিআরপির নিজস্ব ডগ স্কোয়াডের প্রশিক্ষণ প্রাপ্ত স্নিফার কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছু পরীক্ষা করেন। অধিকাংশ দূরপাল্লার ও লোকাল ট্রেন খুঁটিয়ে পরীক্ষা করা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে জিআরপির পক্ষে । জিআরপি সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া জিআরপি ডিস্ট্রিকের অধীনে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখা হচ্ছে । এটা প্রতি বছরই করা হয়ে থাকে । স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও ফেরিঘাটেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে । কোথাও কোনো খামতি থাকলে সত্বর ব্যবস্থা নেওয়া হবে । এই কাজে একাধিক স্নিপার ডগ রাখা হয়েছে। জিআরপি ছাড়াও আরপিএফ ও স্থানীয় গোলাবাড়ি থানার আধিকারিকদের নিয়ে একটা যৌথবাহিনী তৈরি করে এই চেকিং চলছে।

মাওবাদীরা কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রেল পুলিশ। মাওবাদী সংগঠনের পক্ষ থেকে ২৬ ও ২৭ শে জানুয়ারি ঝাড়খন্ড রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে । তাই রেললাইনের পাশাপাশি ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলপাহাড়ি ,জামবনি এলাকায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেছে।