মেট্রোয় আসন নিয়ে ঝামেলা নতুন নয়। কখনও তো তা হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানানোর দৃশ্য মাঝে মাঝেই দেখা যায়। শুধু তাইই নয়, ভরা মেট্রোর মধ্যেই কখনো আবার ‘দুষ্কর্মের’ ছবিও ধরা পড়েছে। এবার এসব ঘটনা কড়া হাতে নিয়ন্ত্রণ করা শুরু করেছে কর্তৃপক্ষ।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে এই ধরনের বেশ কিছু ঘটনার জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা গত বছরে একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে দিল্লি মেট্রো রেল। রেলের তথ্য বলছে, এই তিন মাসে এক হাজার ৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে।
দিল্লি মেট্রোর তরফে বিকাশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেট্রো ও মেট্রো চত্বরে ঝামেলা, অশান্তির জন্য এই জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, “কর্মীর অভাবে সব ঘটনায় নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। সিসিটিভি ফুটেজে যদি এই ধরনের ঘটনা ধরা পড়ে, তা হলে পদক্ষেপ নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেট্রো স্টেশনে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। মেট্রোর ভিতরে চলছে অডিও প্রচারও।”