কোনও কিছুই ছাড়া হবে না। সব বেসরকারিকরণ করা হবে। এমনই ধনুক ভাঙা পণ করেছে কেন্দ্রীয় সরকার। এক–একটা বিভাগ ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করে ভারতীয় রেলকে বেসরকারিকরণের দিকে নিয়ে যেতে চলেছে কেন্দ্র। ১৫১টি প্যাসেঞ্জার ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পর এবার কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছে রেল স্টেশনগুলিকেও তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। আর তা থেকে মুনাফা করা যাবে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এমনই কথা জানিয়েছেন।
বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় ভাষণ দিতে গিয়ে রেলমন্ত্রী জানান, ট্রেনে বেসরকারিকরণে ভাল সাড়া মিলেছে। তাই এবার রেল স্টেশনগুলিকে বেসরকারি সংস্থার হাতে দেওয়ার কথা ভাবা হচ্ছে। ভার্চুয়াল সভায় রেলমন্ত্রী বলেন, ‘রেল স্টেশনগুলির আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। আধুনিকীকরণ হয়ে গেলে তারপর বেসরকারি সংস্থার হাতে দেওয়ার জন্যসেই স্টেশনগুলিকে নিলাম করা হবে। ফ্রেট করিডর প্রকল্পের কাজের গতিও বাড়ানো হবে।’
এদিন রেলমন্ত্রীর দাবি, করোনাভাইরাসের কারণে এই কাজ বেশ ব্যাহত হয়েছে। ফ্রেট করিডর প্রকল্পের কাজের জন্য পশ্চিমবঙ্গে যে জমি দরকার সেই জমি পুরোটাই রাজ্য সরকার প্রকল্পের জন্য হস্তান্তর করে দেবে স্পেশাল পারপাস ভেহিকেল সংস্থার হাতে। করোনার জেরে পাঁচ মাস থমকে গিয়েছে লোকাল এবং মেট্রো পরিষেবা। কবে চালু হবে রেল? এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, রাজ্য সরকারের অনুমোদন পেলেই কলকাতা মেট্রো পরিষেবা চালু হবে।