দেশ লিড নিউজ

‌১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে রেল রোকো

কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করল কৃষক সংগঠনগুলি। দেশের জাতীয় সড়কগুলোয় ‘চাক্কা জ্যাম’–এর পর এবার দেশে চার ঘণ্টার জন্য ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী কৃষকরা। আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফলে স্বভাবতই প্রভাব পড়তে চলেছে রেলের যাত্রী পরিষেবায়।
কৃষক সংগঠনগুলির অন্যতম সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশজু়ড়ে ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী কৃষকরা। এমনকী আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানে কোনও টোল প্লাজায় টোল সংগ্রহ করতে দেওয়া হবে না। চলতি মাসেই দেশের বিভিন্ন জাতীয় সড়কে তিন ঘণ্টার পথ অবরোধ করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। এবার আরও বড় পদক্ষেপ করল তাঁরা।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি মিছিলেও অংশ নেবেন কৃষকরা। ১৬ ফেব্রুয়ারি কৃষক নেতা স্যার ছোটু রামের জন্মবার্ষিকীতে তাঁরা বিশেষ কর্মসূচি পালন করবেন বলে স্থির করেছেন। গত বছর ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের আনা তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকরা।