জেলা রাজ্য

রেল অসত্য বলছে দাবি রাজ্যের

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে সংঘাত শুরু হয়েছিল কেন্দ্র–রাজ্যের। রবিবাসরীয় সকালে তা চরমে পৌঁছে গেল। রাজ্যের স্বরাষ্ট্রসচিব টুইট করে জানিয়ে দিয়েছেন, রেল যে দাবি করছে তা সম্পূর্ণ অসত্য। গত ৮ মে উল্লেখিত রাজ্যগুলি থেকে আসা অনুমোদন দিয়েছে রাজ্য। সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আরও ১০টি ট্রেনের অনুমোদন করেছে রাজ্য। কেরল, তেলঙ্গানা, রাজস্থান, তামিলনাড়ু, বেঙ্গালুরু–সহ ভেলোরের রোগীর কথা ভেবে নয়া পরিকল্পিত ট্রেন আসার ব্যাপারে নানা সিডিউল তৈরি করেছে। পাঞ্জাব, কর্নাটকের সঙ্গেও কথাবার্তা চলছে বলে জানান স্বরাষ্ট্রসচিব।
এদিকে শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে চিঠি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা জবাব দিতে ময়দানে নামে তৃণমূল নেতৃত্বও। তার মধ্যে টুইট করে বোমা ফাটায় রেলমন্ত্রক। পীযূষ গোয়েলের মন্ত্রক জানায়, স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধের পর পাঞ্জাব এবং তামিলনাড়ু থেকে যথাক্রমে ২টি, কর্নাটক থেকে ৩টি এবং তেলঙ্গানা থেকে একটি ট্রেনের অনুমোদন করে পশ্চিমবঙ্গ। সেগুলি বন্দোবস্ত করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়। অভিযোগ, মহারাষ্ট্র থেকে কোনও ট্রেন অনুমোদন করেনি। এখনও ৬টি ট্রেনের অনুমোদন বাকি রয়েছে।
রেলের টুইটের পড়েই কড়া জবাব দেয় মমতার প্রশাসন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দপ্তর থেকে জানানো হয়, রেল যে তথ্য দিচ্ছে তা সম্পূর্ণ অসত্য। পাঞ্জাব, তেলঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটকের ট্রেনগুলি গত ৮ মে অনুমোদন করে দেওয়া হয়েছে। নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাংবাদিক বৈঠক করে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আশা করছি ট্রেনগুলি আসা নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত করা হবে।