তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন সামিল হয়েছিল কুড়মি মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। এবার একাধিক দাবিতে রেল অবরোধে সামিল হল কুড়মি সম্প্রদায়। ফলে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা। এমনকি ব্যাহত হয়েছে যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামেও। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও ট্রেন অবরোধ করা হয়। তবে শুধুমাত্র বাংলাতেই নয়। বিক্ষোভ জারি রয়েছে ঝাড়খণ্ড ও ওড়িশাতেও।
কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।
কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেল টেকা ও ডহর ছেঁকা’। এদিন সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদেরক দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে বলে জানায় কুড়মি সমাজের সদস্যরা। আর এই ঘটনার জেরে রীতিমতো ভোগান্তিতে নিত্যযাত্রীরা। একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার ট্রেন।