আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধ আজ চতুর্থ দিনে পড়ল। পুরুলিয়া কুস্তাউর রেল স্টেশনে হওয়া এই রেল অবরোধের জেরে বিপাকে সাধারণ রেল যাত্রী। প্রায় ৭২ ঘন্টা অতিক্রম তবুও নিজেদের দাবিতে অনড় আন্দোলন কারীরা। যতক্ষন না সিআরআই রিপোর্ট সংশোধন করে রাজ্যে সরকার কেন্দ্র সরকারকে পাঠাচ্ছে ততক্ষন তাঁদের এই আন্দোলন চলবে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যে সরকারের দেওয়া চিঠিতে সন্তুষ্ট নন তারা। তাই আন্দোলন তুলতে ব্যর্থ প্রশাসন। ফলে এখনও অব্যাহত পুরুলিয়া রেল অবরোধ। বৃহস্পতিবার পর শুক্রবার সকাল থেকেই আন্দোলনের মধ্য দিয়ে রেল লাইনে বসেই চলছে খাওয়া দাওয়া। রেল ট্র্যাকেই ঘুমোচ্ছেন। চার দিনের এই রেল অবরোধ জেরে পুরুলিয়া জনজীবন বিপর্যস্ত। যদিও রেল আধিকারিক থেকে জেলা প্রশাসন ধাপে ধাপে কুড়মি সদস্যদের সঙ্গে বৈঠক করলেও তাতে কাজ হয়নি। বলা যায় রেল অবরোধের জট কাটাতে ব্যর্থ প্রশাসন। রেল অবরোধের জেরে দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল হয়েছে আজও। মাঝ পথে আটকে রয়েছে বহু যাত্রী। সবমিলিয়ে ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
কুড়মি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা শুক্রবার বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছান। সেখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রানী রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তাদের সমাবেশ রয়েছে। তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকে হাওড়া ব্রিজ হয়ে প্রায় ৭ হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। যার ফলে বেশ কিছুক্ষণ হাওড়া ব্রিজে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী। এই মিছিলের জেরে বিভিন্ন জায়গায় বিশেষত হাওড়া ব্রিজ সংলগ্ন রাস্তাগুলিতেও বিশাল যানজটের সৃষ্টি হয়। মিছিল বেরিয়ে যাবার পর অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়।