সকাল থেকে স্লোগান উঠল, ‘বহিরাগত প্রার্থীকে মানছি না, মানব না।’ প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে গণ্ডগোল লেগেই রয়েছে। এবার তা দেখা গেল নদিয়ায়। প্রার্থী তালিকা ঘিরে নদীয়ার প্রায় সর্বত্র বিক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মী–সমর্থকেরা। কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে, কোথাও পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এবার প্রার্থী বদলের দাবিতে রেল অবরোধও করলেন বিজেপি কর্মীরা। আর তাতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠে।
নদীয়ার চাকদায় প্রার্থী করা হয়েছে বাম আমলের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষকে। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হন তিনি। তবে বাম জমানার ভরাডুবির পর বিজেপিতে যোগদান করেন বঙ্কিম ঘোষ। এখন বিজেপির আদি নেতাদের টিকিট না দিয়ে হরিণঘাটা থেকে এসে কীভাবে তিনি বিধানসভার টিকিট পেলেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। আর তা নিয়ে দলের অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ।
এই বিষয়ে বঙ্কিম ঘোষের বক্তব্য, বিজেপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সকলেই আবেদন করতে পারেন। চাকদা কেন্দ্রের জন্য ৩০ থেকে ৩৫ জন আবেদন করেছিলেন। দল একজনকে প্রার্থী করেছে। আর বহিরাগত তত্ত্ব তৃণমূলের আবিষ্কার। আমি এই জেলার মানুষ।
তবে শুধু চাকদার প্রার্থী বঙ্কিম ঘোষ নন, রানাঘাট উত্তর–পূর্বে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকেও নিয়েও দলের অন্দরে মাথাচাড়া দিয়েছে ক্ষোভ। রানাঘাট উত্তর–পূর্বে প্রার্থী পরিবর্তনের দাবি তুলে এদিন শিয়ালদহ গেদে শাখার পাঁচবেড়িয়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।