ব্রেকিং নিউজ রাজ্য

ফের অফিস টাইমে রেল অবরোধ খন্যান স্টেশনে

সময় মতো ট্রেন না চলায় আজ ফের হাওড়া-বর্ধমান মেন লাইনের খন্যান স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বিক্ষোভের জেরে হাওড়া-বর্ধমান শাখায় ফের ব্যাহত ট্রেন চলাচল। সোমবার সকালেও খন্যান স্টেশনে প্রায় তিন ঘন্টা রেল অবরোধ চলে। তারপরও দাবি পূরণ না হওয়ায় আজ ফের রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা।

অভিযোগ, গতকাল রেল কর্তৃপক্ষ কথা দিয়েছিল, কিন্তু সেই মতো মঙ্গলবার ট্রেন চলাচল না হওয়ায় অফিস টাইমের ব্যস্ত সময়ে আবারও রেল অবরোধে সামিল হন নিত্য যাত্রীরা।
ফলে এদিন হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল।

এদিকে রেল কর্তৃপক্ষের মতে, হাওড়া-বর্ধমান মেন লাইন ও শাখার রসুলপুর ও শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন সংযুক্তিকরণের জন্য বিগত কয়েক মাস ধরেই পূর্ব রেলওয়ে ধারাবাহিকভাবে ব্লক নিচ্ছে। গত ৩ তারিখ থেকে আগামী ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত এই ব্লকের ফলে একাধিক হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইন শাখার ট্রেন বাতিল করা হয়েছে। একইসাথে মেমারি ও মশাগ্রাম স্টেশনে বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। বেশকিছু দূরপাল্লার ট্রেন বিভিন্ন রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।