জেলা

রেল অবরোধে ব্যাহত পরিষেবা

নিউ নর্মালে ট্রেন চলছে কম। আগের মতো বেশি সংখ্যক ট্রেন চলছে না। তবু না চলার থেকে চলা ভাল। সেখানে এবার পড়ল বাধা। থমকে গেল ট্রেন। কারণ আদিবাসীদের ডাকে রেল অবরোধে আদ্রা ডিভিশনে ব্যাহত হল ট্রেন চলাচল। দার্জিলিং মেল–সহ আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে আজমনগরে। রবিবাসরীয় সকাল ৬টা থেকে রেল রোকো আন্দোলন শুরু করেছেন আদিবাসীরা। এমনকী আদ্রা ডিভিশনে অবরোধ কর্মসূচি রয়েছে আদিবাসীদের।
এখানে আন্দোলনকারীদের অভিযোগ, বারবার কেন্দ্র সরকারকে আবেদন করেও আদিবাসী ধর্মের স্বীকৃতি মেলেনি। এমনকী কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপর যে কে সেই অবস্থায় থাকতে হয়। আদিবাসীদের নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করা হচ্ছে। আসলে তাঁরা কোনও কিছুই করতে চান না।
তাই এই অভিযোগকে সামনে রেখে এবং আদিবাসী ধর্মকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার দাবিতে মালদা গাজোলের আদিনা স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছে ঝাড়খন্ড পার্টি। রেল লাইনের উপর বিক্ষোভ অবস্থান চলছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই আন্দোলনের ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। অবিলম্বে দাবি মানা না হলে এই আন্দোলন আরও বড় আকার নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ শিলিগুড়ির গান্ধী ময়দানে জনসভা রয়েছে বিমল গুরুংয়ের। বিমলকে রোড শো করে নিয়ে যেতে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চার বিমলপন্থী বহু সমর্থক ভিড় জমিয়েছেন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। যেখানে ট্রেন আটকে রয়েছে, সেখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতে আড়াই ঘণ্টার উপরে সময় লাগে। এখনও আজমনগরে ট্রেন আটকে রয়েছে। তাই মোর্চা সূত্রে খবর, বিমল গুরুংকে সড়কপথে শিলিগুড়ি আনার ব্যবস্থা করা হচ্ছে। এই দু’‌রকম পরিস্থিতি নিয়ে এখন সরগরম রাজ্য।