কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রেল আধুনিকীকরণ করতে উঠেপড়ে লেগেছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় রেলের ফাঁকা জমি বাণিজ্যিক সংস্থাকে বিক্রি করে বা লিজে দিয়ে বিপুল টাকা ঘরে তুলছে। সেই সঙ্গে রেল তাঁর পরিকাঠামো ও স্টেশন বিল্ডিংয়ের উন্নতি ও আধুনিকীকরণের কাজ করছে। এর মধ্যে অন্যতম প্রকল্প হল গুরুত্বপূর্ণ স্টেশনে রেল আর্কেড তৈরি করা। অনেকটা সিটি সেন্টারের ধাঁচে বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করতে স্টেশন চত্ত্বরে ফাঁকা জমি চিহ্নিত করা হয়েছে। ওই জমি টেন্ডার ডেকে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়া হবে। সেখানে তৈরি হবে রেল অর্কেড, যেখানে পাওয়া যাবে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবারের স্টল, রেস্তোরাঁ। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, ওই রেল অর্কেডগুলিতে কোনওভাবেই মদ বা উত্তেজক পানীয় বিক্রি করা যাবে না। টেন্ডারেও এই শর্ত রাখা হয়েছে। পাশাপাশি রেল আগেভাগেই জানিয়ে দিয়েছে ওই রেল অর্কেডগুলির রেস্টুরেন্টে কোনও খাবারেই বিফ ও পর্কের কোনও উপাদান ব্যবহার করা যাবে না।
কী কী পাওয়া যেতে পারে ওই কমপ্লেক্সে? রেল সূত্রে জানা গিয়েছে, খাবার ও পানীয়র স্টল থাকবে, যাত্রী স্বাচ্ছন্দ্যের উপযোগী স্টোর, বই ও ম্যাগাজিনের স্টল, হস্তশিল্পের নানা উপকরণও থাকবে এই স্টলগুলিতে। পাশাপাশি, জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করা যাবে। কিন্তু এই হাবগুলিতে অ্যালকোহল ও বিফ, পর্ক পরিবেশন করা যাবে না বলে আগাম জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, চণ্ডীগড় ও বেঙ্গালুরু স্টেশনে এই টেন্ডার ইতিমধ্যেই ডাকা হয়েছে।
You must be logged in to post a comment.