দেশ ব্রেকিং নিউজ

Rail Accident: বক্সারে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস

বুধবার বিহারে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল মন্ত্রক জানিয়েছে, এই দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনার ফলে অন্তত ৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতদের সংখ্যা এখনও নির্দিষ্ট ভাবে বলা না হলেও, একটি বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে গুরুতর আহতের সংখ্যায় ইতিমধ্যে ৫০ ছাড়িয়েছে। এক রেল আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বক্সারের কাছে রঘুনাথপুর স্টেশনের কাছে রাত ৯টা বেজে ৫৩ মিনিট নাগাদ। দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।

২৩ কোচের ট্রেনটি কামাখ্যায় প্রায় ৩৩ ঘন্টার যাত্রার উদ্দেশ্য নিয়ে বুধবার সকাল ৭ টা ৪০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়েছিল।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনার বিষয়ে জানিয়েছেন যে, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলি ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, আহতদের পাটনা এইমস-এ নিয়ে যাওয়া হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন যে তিনি দুর্যোগ ব্যবস্থা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা আধিকারিকদের সাথে কথা বলে ত্রাণ ও উদ্ধার কাজে গতি আনতে কথা বলেছেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয়ও বলেছে, তারা রঘুনাথপুরে ট্রেনটির “দুর্ভাগ্যজনক লাইনচ্যুত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে”। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, বক্সারের জেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িতদের সাহায্য করার জন্য ও দুর্ঘটনাগ্রস্থদের পরিবারের সাহায্য করার জন্য কিছু কিছু হেল্পলাইন নম্বর প্রদান করা হয়েছে।