ডোনাল্ড ট্রাম্পের চাপে ওষুধের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় টুইটারে প্রধানমন্ত্রীর মুণ্ডপাত করলেন ওয়াইনাড়ের সাংসদ। আগে দেশবাসীর জন্য যথেষ্ট ওষুধ রাখা উচিত, তারপর অন্য দেশে রপ্তানি করা উচিত বলে টুইট করে দেশের প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আমেরিকা ভারতের কাছে করোনা মোকাবিলায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ চেয়েছিল। ভারত রপ্তানি না করলে ভুগতে হবে বলে হুঙ্কারও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই ওষুধ রপ্তানিতে সিলমোহর দিয়েছে ভারত সরকার। এই ঘটনায় মোদীর বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি রাহুল গান্ধী। ‘বন্ধুত্ব প্রতিশোধের বিষয় নয়’—টুইট করে কটাক্ষ করেন রাহুল। তাঁর পরামর্শ, ‘আগে ভারতের প্রয়োজনীয় পর্যাপ্ত ওষুধ মজুত রাখতে হবে তারপর অন্য দেশ।’
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অনুরাগ শ্রীবাস্তব জানান, করোনায় চরম ক্ষতিগ্রস্ত দেশগুলিতে হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি করবে ভারত। কিন্তু ভারতেই করোনা আক্রান্ত ৩,৯৮১। মৃত্যু হয়েছে ১১৪ জনের। তাই ভারতের কঠিন সময়ে অন্য দেশকে সাহায্য করার আগে নিজের দিকটাও ভাবা উচিত বলে প্রতিক্রিয়া রাহুল গান্ধীর।