দেশ ব্রেকিং নিউজ

সম্ভল যাত্রায় বাধা রাহুল-প্রিয়াঙ্কার

সম্ভল যাত্রায় আটকে দেওয়া হল রাহুল-প্রিয়াঙ্কাদের। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় তাঁদের গাড়ির গতিপথ রদ করল পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সম্ভবলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিয়েন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। সঙ্গে আছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে তিনি ওয়েনাড়ের নব নির্বাচিত সাংসদ। বুধবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে গাজিপুর সংলগ্ন এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করে রেখেছিল পুলিশ। বসানো হয়েছিল ব্যারিকেডও। সেখানেই দিল্লি-মিরাট এক্সপ্রেস হাইওয়ের উপর রাহুলদের রুখে দিল পুলিশ।

উল্লেখ্য, গত মাসে গোষ্ঠীদ্বন্দ্বে জেরে জ্বলে উঠেছিল সম্ভল। ঘটনায় মৃত্যুও হয়েছে একাধিকের। এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। সংঘর্ষ আটকাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের। যা নিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা, বিশেষত কংগ্রেস। সংসদেও উঠেছে সম্ভল প্রসঙ্গ। এ হেন পরিস্থিতিতে সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রতিনিধিরা। মঙ্গলবার উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই জানান, বুধবারই সম্ভল যাবেন রাহুল। তবে সেখানে যাওয়ার পথে রাহুলদের আটকে দিল পুলিশ। এর প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেসের অনুরাগীরা। কার্যত পুলিশ কয়েকজনকে পাকড়াও করেছে।