দেশ ব্রেকিং নিউজ

আবার হাথরাসে রাহুল–প্রিয়াঙ্কা

বৃহস্পতিবারের পর শনিবার। ফের হাথরাসের পথে রাহুল–প্রিয়াঙ্কা। সেদিন দেখা করতে যাওয়ার পথ আটকে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীর। পুলিশের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। শনিবার নির্যাতিতার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর।
বিজেপি’‌র বর্ষীয়ান নেত্রী উমা ভারতীর সমালোচনার পর রাহুল এবং প্রিয়াঙ্কা–সহ পাঁচজনকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিল উত্তরপ্রদেশ প্রশাসন। হাথরাসে নির্যাতিতা দলিত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন রাহুল–প্রিয়াঙ্কা–সহ তিন কংগ্রেস নেতা। এটাই সেদিন কেন হল না?‌ উঠছে প্রশ্ন।
এখন প্রবল সমালোচনার মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই এই অনুমতি বলে মনে করা হচ্ছে। তবে বাসে করে হাথরাসের উদ্দেশ্যে রওনা দিলেন প্রায় ৩৫ জন কংগ্রেস সাংসদ। রাহুল–প্রিয়াঙ্কার সঙ্গে যোগ দেবেন তাঁরা। এখানে যোগ দিচ্ছেন সাংসদ শশী থারুর।
এদিন ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। গাড়িতে করে হাথরাস রওনা দেন রাহুল। গাড়ি চালাচ্ছেন প্রিয়াঙ্কা।
এখানে রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধিদল পৌঁছনোর আগেই নির্যাতিতার বাড়িতে পৌঁছন উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য স্বরাষ্ট্রসচিব অভিনাশ অবস্তি এবং ডিজিপি এইচসি অবস্তি।