খেলাধুলা ব্রেকিং নিউজ

ফের কোচ হিসেবে রোহিতদের দায়িত্বে রাহুলই

বিশ্বকাপ না পাওয়া দ্রাবিড়কেই দলের কোচ হিসাবে রেখে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বোর্ডের তরফে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ভারতীয় দলের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়। তবে কত দিনের জন্য তাঁকে কোচের দায়িত্ব দেওয়া হল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হতেই কোচ বদলের নানারকম তথ্য উঠে আসে। এমনকী রোহিত শর্মাদের নতুন কোচের দৌড়ে ভেসে উঠেছিল একাধিক প্রাক্তনীর নামও। সেসব জল্পনার অবসান ঘটল বুধবার। দ্রাবিড়ীয় মগজাস্ত্রেই ভরসা রাখতে আগ্রহী বোর্ড কর্তারা।