ছোটপর্দাতে পার্শ্বচরিত্র নিয়ে অভিনয় জীবনে রাহুলের আত্মপ্রকাশ। তারপর রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার অভিনয় পাগল করেছিল দর্শকদের। তারপর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে এই জুটির। বাস্তবেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পরই তাদের জীবনে আসে তাদের ছেলে সহজ।কিন্তু জীবনটা খুব সহজ হল না। হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে অশান্তি। আর নিয়ম মাফিক তারপর বিবাহবিচ্ছেদ।
তবে এসবকে আর এখন মনে রাখতে চান না প্রিয়াঙ্কা বা রাহুল কেউই। বরং, বন্ধুত্বকেই বেছে নিয়েছেন দুজনে । আর তার মাঝখানে ছোট্ট সহজ। সেই সহজকে নিয়েই এবার সিনেমা তৈরি করতে চলেছেন অভিনেতা রাহুল। ছবির নাম ‘কলকাতা ৯৬’। অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি তো করতেনই রাহুল। তবে তার ইচ্ছে ছিল সিনেমা পরিচালনার। সেই ইচ্ছে থেকেই এবং বহুদিনের প্রচেষ্টার পর রাহুল এবার তৈরি করতে চলেছেন তাঁর প্রথম ছবি ‘কলকাতা ৯৬’ ।
রাহুল জানান, এই ছবিটি কলকাতার একটি পরিবারের তিন দিনের জীবনযাপনের গল্প। এখানে একটি শিশু চরিত্রের প্রয়োজন ছিল, সেই জায়গায় অভিনয় করেছে তার ছেলে সহজ। ছেলেকে অভিনয়ের জন্য নির্দেশনা দিতে পেরে খুশি বাবা রাহুল।তবে এখন দেখার ছোট্ট সহজ তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করে নিতে পারে কিনা? পাশাপাশি পরিচালক রাহুলকে দেখার জন্য মুখিয়ে রয়েছে তার অনুরাগীরা।