প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগেই ১০ দিনের জন্য আমেরিকায় যাবেন রাহুল গান্ধি। জানা গিয়েছে, মে মাসের ৩১ তারিখে আমেরিকা পৌঁছবেন তিনি। যদিও কার আমন্ত্রণে রাহুল আমেরিকা সফরে যাচ্ছে,তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, বিখ্যাত ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের এই জনসভায় যোগ দেবেন অন্তত ৫ হাজার প্রবাসী ভারতীয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা দেবেন রাহুল গান্ধি। সবমিলিয়ে এগারো দিন থাকবেন রাহুল। তার মধ্যেই ৪ জুন নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অডিটোরিয়ামে বিশাল জনসভা করবেন তিনি। সেখানে পাঁচ হাজার জনকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২২ জুন আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও এই সফরের মধ্যেই ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে বেশ কয়েকটি আলোচনাসভায় অংশ নেবেন রাহুল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত মার্চ মাসে রাহুল গান্ধির ব্রিটেন সফর নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। লন্ডনে বসে তিনি দাবি করেছিলেন, ভারতীয় গণতন্ত্র এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়েন তৎকালীন কংগ্রেস সাংসদ। প্রকাশ্য ক্ষমা চাইতে হবে রাহুলকে, এমনই দাবি করেন বিজেপি নেতারা। যদিও সেই প্রসঙ্গে ক্ষমা চাননি তিনি। তারপরেই অবমাননার দায়ে তাঁর সাংসদ পদ খারিজ হয়।