আবার স্বমহিমায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় পথে নামছেন তিনি। হরিয়ানায় আজ থেকে দু’দিনের ট্র্যাক্টর র্যালি করবেন রাহুল গান্ধী। কুরুক্ষেত্র এবং কারনাল জেলায় হবে দু’দিন ব্যাপী এই র্যালি।
উল্লেখ্য, কয়েকদিন আগে পাঞ্জাবে তিন দিনের ট্র্যাক্টর র্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে একাধিক ট্র্যাক্টর র্যালির পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্রের খবর, সোমবার রাহুল গান্ধী হরিয়ানায় ঢোকার চেষ্টা করবেন।
এই বিষয়ে কুমারি শৈলজা জানান, রাহুল গান্ধীর সফর কৃষকদের লড়াইয়ে মাইলস্টোন হতে চলেছে। আগামী ৬ এবং ৭ অক্টোবর দু’দিনের হরিয়ানা সফরে আসবেন তিনি। প্রথমদিন র্যালি হবে হরিয়ানার পেহোওয়াতে। পাঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার পরিকল্পনা রয়েছে। পেহোওয়াতেই তিনি কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এখান থেকেই তিনি রওনা দেবেন কুরুক্ষেত্রের উদ্দেশ্যে। সেখানেই রাত্রিবাস করবেন। পরের দিন সকালে পিপলি মান্ডি থেকে তাঁর র্যালি শুরু হবে। গন্তব্য নিলোখেরি।
এদিন তিনি বলেন, ‘ঠিক যেমন শনিবার হাথরসে গিয়ে নির্যাতিতার দলিত পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের যন্ত্রণা ভাগ করে নেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী, ঠিক তেমনই এই রাজ্যে এসে তিনি কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনবেন।’
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর অবশ্য জানিয়েছেন, রাজ্য সরকার রাহুল গান্ধীর সফর সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত পায়নি। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ স্পষ্ট জানান, র্যালি করার অনুমতি দেওয়া হবে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।