বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে জনসভা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, ‘রাহুল গান্ধীকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে৷ উত্তর প্রদেশের মতো বাংলাতেও বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি৷ আর একবার তা হলে বাংলায় আগুন জ্বলবে৷’
এরপরই সুর সপ্তমে চড়িয়ে রাহুল বলেন, ‘আমাদের দলের ইতিহাস দেখুন, আমরা কখনোই বিজেপির সঙ্গে জোট বাঁধিনি। আমাদের লড়াই আরএসএস–বিজেপির মতাদর্শের বিরুদ্ধে। এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, মতাদর্শের লড়াই। আমাদের মতাদর্শ থেকে কখনোই পিছু হঠব না। দরকার হলে মরে যাব। একবার বাংলাকে বিভক্ত করতে পারলে এখানে আগুন লাগানো কেউ আটকাতে পারবে না৷ এমন আগুন জ্বলবে যা আগে কেউ কোনওদিন দেখেননি৷ ইতিহাস, ভাষাকে রক্ষা করার লড়াইয়ে নেমেছি৷ বাংলা ভাগ হলে সবথেকে বেশি ক্ষতি হবে বাংলার জনতার, বাংলার ভবিষ্যতের৷’
মোদী তৃণমূল–মুক্ত ভারতের কথা কখনোই বলেননি দাবি করে কংগ্রেস সাংসদ বলেন, ‘নরেন্দ্র মোদী কংগ্রেসকে ভারত থেকে বাইরে পাঠানোর কথা বলেছিলেন। তিনি কখনোই তৃণমূল–মুক্ত ভারতের কথা বলেননি। তৃণমূল ওনার জন্য ঠিক আছে। বিজেপির লড়াই কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের মতাদর্শের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী জানেন, রাহুল গান্ধী কখনোই পিছু হঠবে না।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলতে রাহুল বলেন, ‘কংগ্রেস কোনওদিন বিজেপির সঙ্গে সমঝোতা করেনি৷ মমতা করেছেন৷ মনে রাখবেন, আমাদের আরএসএস–বিজেপির সঙ্গে আদর্শগত লড়াই, শুধু রাজনৈতিক লড়াই নয়৷ আরএসএস–এর আদর্শ আমাদের সবথেকে বড় নেতা, গান্ধীজির হত্যার জন্য দায়ী৷’