দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রাহুল গান্ধী নিশানা করলেন মোদী সরকারকে। টুইটারে রাহুলের তীব্র কটাক্ষ, জনতাকে লুট করা হচ্ছে আর তাতে দেশের বদলে দু’জনেরই উন্নতি হচ্ছে। একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়। আজ থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম। ৪ ফেব্রুয়ারি গ্যাসে ২৫ টাকা দাম বেড়ে ছিল। এবার কলকাতায় রান্নার ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৭৪৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯৫ টাকা ৫০ পয়সা।
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে আগেই দেশের পরিবার পরিকল্পনার স্লোগান হম দো হামারে দো উল্লেখ করেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, আমরা পরিবার পরিকল্পনার জন্য বলি হাম দো হামারে দো। এই সরকারের কাছে ওই স্লোগানের নতুন মানে রয়েছে। দেশ চালাচ্ছেন চারজন। হাম দো হামারে দো। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি।
আন্তর্জাতিক বাজারে দামের এই ওঠা-পড়ার সঙ্গে সঙ্গতি রেখে প্রতি সপ্তাহে এলপিজি সিলিন্ডারের দাম স্থির করতে চাইছে তেল কোম্পানিগুলি। বর্তমান প্রেক্ষাপটে তা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মনে করছেন কোম্পানির পদস্থ কর্তারা।