পাতিয়ালা সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে তার তীব্র সমালোচনা করেন। কৃষকদের দুরবস্থা নিয়ে তিনি জানান, নরেন্দ্র মোদী এই কৃষিবিল এনে কৃষকদের একেবারে ধ্বংস করে দিলেন। মোদীজি আগেই ছোট দোকানদার ও ছোট ব্যবসায়ীদর রুটি, রুজি নষ্ট করেছেন। এবার তিনি দেশের খাদ্যসুরক্ষাকে বানচাল করে দিয়ে বড় বড় ব্যবসায়ীদের হাত শক্ত করলেন।
এদিন রাহুল অভিযোগ করেন, ফসল বিক্রি করে যে দু’টাকা কৃষকরা হাতে পান সেটাও কেড়ে নিতে চাইছে মোদী সরকার। দেশের কৃষকদের কিছুতেই ক্ষতি হতে দেওয়া যাবে না। তাঁদের রক্ষা করার দায়িত্ব কংগ্রেস নেবে বলে পাতিয়ালা থেকে মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল। রাহুল গান্ধী অভিযোগ করেছেন নতুন কৃষি বিলের দেশের খাদ্য সুরক্ষায় আঘাত হানতে চাইছে মোদী সরকার।
কৃষি–বিলের পাশাপাশি রাহুল গান্ধী লাদাখ নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। চিন লাদাখে জমি সহজে দখল করতে পেরেছে কারণ তারা জানে ভারতের যিনি দেশপ্রধান তিনি নিজের ভাবমূর্তি ছাড়া আর কিছুই বেঝেন না। দেশের ভূখণ্ড নিয়ে তাঁর কোনও উদ্যোগ থাকবে না।