নরেন্দ্র মোদীর জমানায় দেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। আগেই এই কথা বলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার নিজের মন্তব্যের প্রেক্ষিতে নথি তুলে ধরলেন তিনি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যা নিয়ে বেশ শোরগোল পড়ে গেল। একটি সুইডিশ প্রতিষ্ঠানের রিপোর্ট উদ্ধৃত করে বৃহস্পতিবার তিনি বললেন, ‘ভারত আর গণতান্ত্রিক দেশ নয়’। আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। এভাবেই তীব্র আক্রমণ করলেন তিনি।
সুইডেন ভিত্তিক ভ্যারাইটিস অব ডেমোক্রেসি (ভি–ডেম) ইনস্টিটিউটের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন কংগ্রেস নেতা। যেখানে বলা হয়েছে, ‘ভারত এখন একদিক থেকে (সেন্সরশিপ) পাকিস্তানের মতোই স্বৈরাচারী, এবং তার প্রতিবেশী বাংলাদেশ এবং নেপাল, দুই দেশের চেয়েও খারাপ।’ জাতীয় নাগরিকপঞ্জি আইনের ফলেই দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন কংগ্রেস সাংসদ। তার উপর কৃষক আন্দোলন আলোচনার জায়গা করে নিয়েছে রাষ্ট্রপুঞ্জে। আর এভাবেই দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছেন প্রধানমন্ত্রী বলে বোঝাতে চেয়েছেন তিনি।
ওই রিপোর্টটিতে বলা হয়েছে, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এখন নির্বাচনী স্বৈরাচারে পরিণত হয়েছে। ভারতে এখন জনসংখ্যা ১৩৭ কোটি।’ জ্বালানির দাম এবং কৃষকদের বিক্ষোভ–সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করার ক্ষেত্রে রাহুল গান্ধী সর্বাগ্রে রয়েছেন। তাই এই রিপোর্ট জনগণের সামনে নেছেন তিনি। যা নিয়ে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে।