দেশ লিড নিউজ

সভাপতি খুঁজতে গিয়ে সভা পণ্ড কংগ্রেসের

দলের সভাপতি এখনও ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। তবে গোলমাল তুমুল আকার নিল। দলের একজন পূর্ণ সময়ের সভাপতি চেয়ে সোনিয়া গান্ধীকে যে ২৩ জন কংগ্রেস নেতা চিঠি দিয়েছিলেন, তাঁদের সঙ্গে বিজেপি’‌র গোপন আঁতাত রয়েছে। সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে এই অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। আর তাতেই যেন আগুনে ঘৃতাহুতি পড়ল। চিঠি লেখা নেতাদের উদ্দেশ্যে প্রাক্তন সভাপতির আরও তোপ ছিল, সোনিয়া গান্ধী অসুস্থ থাকার সময় ওই চিঠি পাঠানো হয়েছিল। রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন গুলাম নবি আজাদ এবং কপিল সিব্বাল।
প্রাক্তন কংগ্রেস সভাপতির ওই মন্তব্যের পরই সিব্বাল টুইট করেন, রাহুল গান্ধী বলেছেন আমাদের সঙ্গে নাকি বিজেপির সঙ্গে যোগসাজস রয়েছে। রাজস্থান হাইকোর্টে আমরা কংগ্রেসের পাশে দাঁড়িয়েছি। মণিপুরে দলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে সরিয়েছি। গত ৩০ বছরে বিজেপি’‌র পক্ষে একটাও মন্তব্য করিনি। আমরা বিজেপি’‌র সঙ্গে যোগসাজশ করছি!
রাহুলের মন্তব্যকে চ্যালেঞ্জ করে বিজেপি যোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন রাজ্যসভায় কংগ্রেসের নেতা গুলাম নবি আজাদ। সূত্রের খবর, ওই চিঠি নিয়ে গোলমালের মধ্যেই পদত্যাগ করতে চান সোনিয়া গান্ধী। তবে তা পুরোপুরি তাঁর স্বাস্থ্যের কারণেই। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সদস্যদের শান্ত করতে তিনি টুইট করেন, রাহুল গান্ধী ওই ধরনের কোনও কথা বলেননি। দয়া করে মিডিয়ার মিথ্যে প্রচারে বিভ্রান্ত হবেন না। এখন আমাদের যেটা প্রয়োজন তা হল মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করা। একে অপরকে আক্রমণ করা বা কংগ্রেসের ক্ষতি করা নয়।
যদিও বিতর্ক বাড়ার পর সিব্বালের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন রাহুল গান্ধী। এরপরই নিজের আগের টুইট প্রত্যাহার করছেন বলে ফের টুইট করেন সিব্বাল। এরপর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনি বলেন, ‘‌চিঠিতে যেটা লেখা রয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়।’‌ তিনি রাহুল গান্ধীর কাছে আর্জি জানান দলের দায়িত্বভার গ্রহণ করার জন্য। যদিও তিনি তা নিতে চাননি। সংবাদমাধ্যমে সিব্বাল ক্ষোভ উগড়ে দিয়ে জানান, এই ধরনের কথা রাহুল গান্ধীর বলা উচিত হয়নি। গোটা জীবনটাই দলের জন্য কাজ করেছি। সংসদের ভেতরে ও সংসদের বাইরে আমরা রাহুল গান্ধীকে সমর্থন করেছি। কংগ্রেস করার জন্য আমাদের পরিবারকে হেনস্থা করা হয়েছে। আমার ছেলেকে আয়কর বিভাগ নোটিস ধরিয়েছে। আমরা বিজেপি’‌র সঙ্গে যোগসাজস করছি!