দেশ ব্রেকিং নিউজ

কৃষক আন্দোলনে রাহুল যোগ

‌এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সংসদে পাশ হওয়া তিনটি বিতর্কিত কৃষি বিলের বিরোধিতায় তপ্ত গোটা দেশ। বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের মধ্যে এই তিনটি বিলের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। দিল্লিতে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভে যোগ দিতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, পাঞ্জাবে কৃষি বিলের বিরোধিতায় একটি মিছিলে অংশ নিতে পারেন রাহুল গান্ধী। চলতি সপ্তাহেই তাঁর এই বিক্ষোভে অংশ নেওয়ার কথা আছে। এখন কংগ্রেস একটা ইস্যু খুঁজছিল। সেখানে এটা কেন্দ্রীয় সরকারের বড় ব্লান্ডার। গোটা দেশের কৃষক–সমাজ ক্ষেপে উঠেছে। আর তা ছড়িয়ে দিতে পথে নামছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
ইতিমধ্যেই তিনটি কৃষি বিলের বিরুদ্ধে গোটা দেশজুড়ে দু’‌মাস ধরে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। এই বিতর্কিত কৃষি–বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিরোধীরা রাষ্ট্রপতির কাছে এখনই এই তিনটি বিলে স্বাক্ষর না করার জন্য অনুরোধ করেছিলেন। সেখানে কাউকে কিছু না জানিয়ে বিলে সই করেছেন তিনি। তাতে আরও ক্ষেপে উঠেছে কৃষকরা।