মুখে সমালোচনা থেকে সংসদে জড়িয়ে ধরার ছবি এখনও সবার মনে আছে। এবার সেই নরেন্দ্র মোদীর পথই অনুসরণ করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাঁর নিজস্ব ‘মন কী বাত।’ তার মধ্যে দিয়ে ভিডিও বার্তার মাধ্যমে জনসংযোগ করবেন তিনি। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ রাহুলকে একই পথ ধরতে হল কেন? শচীন পাইলট সমস্যার সমাধান না করে ভিডিও বার্তায় ঝুঁকলেন কেন?
এই বিষয়ে টুইট করে রাহুল জানান, এবার থেকে আমি ভিডিও’র মাধ্যমে দেশের সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, সংকট সকলকে জানাতে থাকব। এই ভিডিও তাঁদের জন্য, যাঁরা সত্যটা জানতে চান। এখানেও উঠছে প্রশ্ন। কোন সত্যতা জানাবেন রাহুল? তাতে জনসংযোগ কিভাবে সম্ভব? উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সিরিজ শুরু করেছে কংগ্রেস। সেই সিরিজের নাম ‘স্পিক আপ ইন্ডিয়া’। তাতে বিভিন্ন ইস্যু নিয়ে দেশের মানুষ ভিডিও করে পোস্ট করছেন।
তবে রাহুল তাঁর প্রথম ভিডিও–তে কী বলবেন, সেটা টুইটে তিনি লেখেন, ভারতীয় সংবাদমাধ্যমের একটি বড় অংশ ফ্যাসিবাদী শক্তির কবলে চলে গিয়েছে। একের পরে এক টেলিভিশন চ্যানেল, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড মেসেজ এবং ভুয়ো খবরে ভর্তি। এই মিথ্যাচর্চা ভারতকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসংযোগে রাহুল সরকারকে আক্রমণ করছেন। এবার আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি।