দেশ ব্রেকিং নিউজ

‘‌দেশ আপনার অভাববোধ করছে’‌

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের ৮৮তম জন্মদিন। আর এই জন্মদিনকে রাজনৈতিক বার্তার কাজে লাগিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সকালে টুইট করে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী থাকা মনমোহনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে এই শুভেচ্ছার মধ্যে ছিল রাজনৈতিক বার্তা। অবশ্যই তা বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।
এই শুভেচ্ছায় তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী হিসাবে আপনার সততা, নম্রতা এবং একাগ্রতা উদাহরণ দেশের কাছে। একজন বিজ্ঞ প্রধানমন্ত্রীর অভাব ভারত অনুভব করে। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আগামী বছরটা খুব ভালো কাটুক।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইট করে জানান, জন্মদিনের শুভেচ্ছা ড. মনমোহন সিংজিকে। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে বর্তমান প্রধানমন্ত্রী ভদ্রতা–একাগ্রতা নেই বোঝাতেই রাহুলের এই টুইট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ১৯৯১ সালে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তন করার সময়ে দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি। তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও। পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এরপর তাঁকে সরিয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এখন তিনি রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ।