দেশ লিড নিউজ

Rahul Gandhi Defamation Case: ‘মোদী’ মানহানি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুলের

মোদি পদবী মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধি। চলতি বছরের ২৩ মার্চ মোদি পদবী নিয়ে মানহানি মামলায় সুরাট আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে। সেসময় দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।

সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে রাহুল গান্ধির মামলার শুনানি হয়। শুনানির পর সুপ্রিম কোর্টের তরফে সেই রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠে রাহুল গান্ধি।

সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে সংসদে যাবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছেন অধীর চৌধুরী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়দানের পরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ফোন করেন অধীর চৌধুরীকে। এরপরই তিনি স্পিকারের কাছে যান। কংগ্রেসের বাকি সদস্যরাও সংসদের গেটে ‘ভি ফর ভিকট্রি’ স্লোগান দেন। এ প্রসঙ্গে কংগ্রেসে নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘গোটা দেশ লোকসভার স্পিকারের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে। এবার স্পিকারকেই যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। যত শীঘ্র সম্ভব, রাহুল গান্ধীর সাংসদ পদের তকমা ফিরিয়ে আনা উচিত।’