করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে ভোটপ্রচার নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার তিনি জানিয়ে দিলেন, ‘পশ্চিমবঙ্গে সমস্ত সভা বাতিল করছি।’ রবিবার একটু আগে একটি টুইট করে এটা জানিয়েছেন রাহুল। করোনা সংক্রমণের বাড়াবাড়ি দেখা যেতেই রাজনৈতিক মহলে ভোটপ্রচার বন্ধ করা নিয়ে একটা আলোচনা চলছিল। কিন্তু এখনও সরাসরি কেউই সেই সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দেননি।
এদিন টুইটারে রাহুল লেখেন, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গে সমস্ত সভা বাতিল করছি। সব রাজনৈতিক দলের নেতাদের বলব, এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সভা করা নিয়ে আপনারাও ভেবে দেখুন।’ পশ্চিমবঙ্গের প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল বা বিজেপির তরফ থেকে এখনও প্রচার বন্ধ করা নিয়ে কোনও কিছু জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল, করোনার কথা মাথায় রেখে তারা চায় বাকি তিন দফার ভোট যাতে এক দফায় করে দেওয়া যায়। যদিও নির্বাচন কমিশন সেই কথায় কোনও কর্ণপাত করেনি।
এমনিতে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে খুব একটা দেখা যায়নি কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে। তিনি কেরল নিয়েই ব্যস্ত ছিলেন। পঞ্চম দফার ভোটের আগে উত্তরবঙ্গে এসেছিলেন বটে, তবে হেভিওয়েট নেতাকে খুব একটা পায়নি প্রদেশ কংগ্রেস। তার উপর করোনার জন্য বাকি তিন দফার ভোটের প্রচারেও তাঁকে আর পাওয়া যাবে না। তবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে রাহুলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
