দেশ ব্রেকিং নিউজ

বিস্ফোরক টুইট রাহুল গান্ধীর

লাদাখ সীমান্তের গলওয়ান ভ্যালিতে িচন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। তারপরও এখনও কেন চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?‌ কী লুকানোর চেষ্টা করছেন?‌ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ওয়াইনারের সাংসদ লেখেন, ‘‌প্রধানমন্ত্রী এই বিষয়ে চুপ কেন? কেন লুকোচ্ছেন তিনি? আমরা জানতে চাই, সীমান্তে কী হচ্ছে? যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ। চিনের সাহস কীভাবে হয়, ভারতীয় সেনাদের হত্যা করার? আমাদের জমি দখল করার?’‌ এই সব প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই হিমাচলপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চিনের সীমান্ত লাগোয়া কিন্নৌর, লাহুল–স্পিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হিমাচল পুলিশের মুখপাত্র খুশল শর্মা জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। ভবিষ্যতের জন্য তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
লাদাখ সীমান্তে শহিদ সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা। তিনি শোকবার্তা প্রকাশ করে লিখেছিলেন, কংগ্রেস শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের পাশে রয়েছে। এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, ১৪ পয়েন্টে টেন্ট সরানো নিয়েই চিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে ভারতীয় জওয়ানদের। প্রথমে ৩ জওয়ান শহিদ হয়েছে বলা হলেও পরে জানা যায় ২০ জন জওয়ান শহিদ হয়েছেন।