টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী। সূত্রের খবর রবি শাস্ত্রীর পরিবর্তে রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নিযুক্ত করতে চলেছে বিসিসিআই।
রবিবার নিয়ম অনুযায়ী নতুন কোচ বাছাইয়ের কাজ শুরু করে দিল ক্রিকেট বোর্ড। এদিন সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। শুধু কোহলিদের হেড কোচের জন্য নয়, সিনিয়র মেনস টিমের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের পদে লোক চেয়েও বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। এছাড়াও আবেদনপত্র চাওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির হেড অফ স্পোর্টস সায়েন্স/মেডিসিন পদের জন্যও।
সময়সীমাও বেঁধে দিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, হেড কোচের পদে আবেদন করার জন্য ২৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বিসিসিআই। আর অন্যান্য পদের জন্য আবেদন করা যাবে ৩ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।