ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি কড়া বার্তা দিল বিশ্বকে। আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে চিনের নাম না করে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখানেই থেমে না থেকে তিনি জানান, সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে বরদাস্ত নয়। যারা এই দেশের সার্বভৌম বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের কাছে রাফালের এই অন্তর্ভুক্তিই আসলে কড়া বার্তা।
রাফালই হল ভারতের গেমচেঞ্জার বলে মন্তব্য করেন তিনি। লাদাখ সীমান্তে দু’দেশের মধ্যে চলা উত্তেজনার আবহেই বৃহস্পতিবার রাজনাথ বলেন, ‘এই অন্তর্ভুক্তিকরণ বিশ্বকে বিশেষত যারা চোখ তুলে তাকানোর সাহস দেখায়, তাদের কড়া বার্তা দিল। সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।’
তিনি বলেন, সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে বিশ্বের কাছে ভারতের স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষাই একমাত্র লক্ষ্য। তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপও গ্রহণ করেছি। যে তৎপরতার সঙ্গে বায়ুসেনা তার সম্ভার সমৃদ্ধ করছে, তা দেশকে আত্মবিশ্বাসী করে তুলছে। যে কোনও অপারেশনে বায়ুসেনা প্রস্তুত বলে তিনি জানিয়ে দেন।
এদিনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকে ভাদুরিয়া, প্রচিরক্ষা সচিব ড. অজয় কুমার–সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানান, মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে রাফাল নতুন মাত্রা যোগ করবে। বিশ্বের কাছে ভারতের বাণিজ্য আরও অটুট হবে। ফ্রান্সের কাছেও এই দিনটি ঐতিহাসিক।