সংযুক্ত আরব আমিরশাহীর আল দাফরা বায়ুসেনা ঘাঁটি থেকে আম্বালা এয়ার ফোর্স স্টেশনে এসে পৌঁছে গেল ৫ রাফাল জেট। আর ভারতের মাটি স্পর্শ করতেই রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্কৃত ভাষায় ট্যুইট করে তিনি বলেছেন, দেশে নয়া দিগন্ত খুলে দিল রাফাল জেট। দক্ষিণ ফ্রান্সের একটি বিমান ঘাঁটি থেকে জেটগুলি টানা ৭ ঘণ্টার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছয় আল দাফরা ঘাঁটিতে। সেখান থেকে জেটগুলি আজ আম্বালার উদ্দেশ্য রওনা দেয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাফালের ভারতে অবতরণের একটি ভিডিও পোস্ট করেছেন। আর সংস্কৃত ভাষায় স্বাগতম জানিয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলিকে। প্রধানমন্ত্রীর ট্যুইটটি অনুবাদ করলে যা দাঁড়ায় তা হল, ‘দেশকে সুরক্ষার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। দেশকে রক্ষাই সেরা যজ্ঞ। সম্মানের সঙ্গে আকাশ ছোঁও। স্বাগতম।’ ভারত মহাসাগরে দেশের আকাশ সীমায় ৫ রাফাল জেটের ফ্লিট প্রবেশ করতেই তাদের স্বাগত জানায় ভারতের নৌসেনা। বার্তা দেওয়া হয় ভারতের আকাশসীমায় স্বাগত। হ্যাপি ল্য়ান্ডিং।
উল্লেখ্য, চিন–ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল জেট দেশে চলে আসায় স্বভাবতই খুশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার দুপুরে জেটগুলি ভারতের আকাশসীমায় প্রবেশ করে। তাদের স্বাগত জানাতে আকাশে উড়েছিল সুখোই–৩০ জেট। রাজনাথ লিখেছেন, ‘সঠিক সময়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা আরও বৃদ্ধি পাওয়ায় আমি দারুণ খুশি। যারা ভারতের অন্তর্বর্তী ভূখণ্ডের জন্য ঝুঁকিপ্রবণ তারাই আমাদের এই নয়া ক্ষমতা বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে পড়বে।’ ফলে চিনের প্রতি একটা প্রচ্ছন্ন বার্তা দিয়েই রাখলেন। তারপর আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে একে একে অবতরণ করে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। জলকামান দিয়ে ওয়াটার স্যালুট দেওয়া হয় তাদের।