বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও করোনার কোপ থেকে এখনো নিস্তার নেই। এবারে করোনায় আক্রান্ত হলেন রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানালেন টেনিস তারকা। তার শারিরীক অবস্থার ওপর নির্ভর করছে আগামী টুর্নামেন্টগুলি তিনি খেলতে পারবেন কিনা।
জানা গিয়েছে, গত সপ্তাহে আবু ধাবিতে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন নাদাল। সেখানেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এদিন নিজেই টুইট করে নাদাল লেখেন, ”আমি কোভিডে আক্রান্ত হয়েছি। একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠব। এই মুহূর্তে নিজের বাড়িতেই থাকছি।” তার সংস্পর্শে যারা এসেছেন, তাঁদেরকে সাবধান করেন তিনি। জানান, স্পেনে কোভিড টেস্ট ও আরটিপিসিআর টেস্ট হয় নাদালের। তখনই পজিটিভ রিপোর্ট আসে।নাদাল আরো জানান, কুয়েত এবং আবু ধাবুতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল।
সম্প্রতি চোট সারিয়ে টেনিস কোর্টে ফিরেছেন রাফায়েল নাদাল। আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী ম্যাচে প্রাক্তন এক নম্বর খেলোয়াড় অ্যান্ড মারের কাছে হারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আগামী বছরের শুরুতেই রয়েছে অস্ট্রেলিয়া ওপেন। জানুযারির ১৭ তারিখ থেকে শুরু হবে টেনিস জগতের অন্যতম সেরা গ্ল্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া ওপেনে নাদাল খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে আগামী দিনে তিনি কেমন থাকছেন তার উপর।