ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু যাত্রাপথের মাঝেই আফগানিস্তানের পরিস্থিতি আমূল পরিবর্তন হয়ে যাওয়ায় আকাশপথেই অনেকক্ষণ ঘুরপাক খেতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে।
এয়ার ইন্ডিয়ার বিমান নয়াদিল্লি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল, তখনও কাবুলে প্রবেশ করেনি তালিবানিরা। তবে উড়ানকালের মধ্যেই কাবুলে প্রবেশ করে তালিবান বাহিনী। যার জেরে কাবুলের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে কাবুলের আকাশেই ১০ বার পাক খায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২৪৩। তালিবান হামলা থেকে রক্ষা পেতে বিমানের পাইলট ব়্যাডারও বন্ধ করে দেন।
জানা গিয়েছে, ওই প্যাসেঞ্জার বিমানেই ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। দু’দিন আগেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কাবুলের দূতাবাস বন্ধ করা হবে না। কিন্তু বিগত এক সপ্তাহ ধরেই তালিবানরা যে হারে নিজেদের ক্ষমতা ও গতি বাড়িয়েছে, তাতে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো দেশও।
শেষ খবর, এখন কাবুল বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। আজ রাতের মধ্যেই দিল্লিতে এসে পৌঁছবে ওই বিমানটি। সপ্তাহে তিনদিন চলা এই বিমানটি আগামিদিনে চালু রাখা হবে কিনা, তা নিয়েও অনিশ্চতয়তা সৃষ্টি হয়েছে। কাবুল দখল নেওয়ার পরই পদত্যাগ করতে চলেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি বলে সূত্রের খবর।