ব্রেকিং নিউজ রাজ্য

দুই পাবলিক বাসের রেষারেষি, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো যাত্রী ভর্তি বাস

ফের দুই পাবলিক বাসের রেষারেষির কারণে দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। একে অপরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল যাত্রী ভর্তি বাস। যদিও বরাত জোরে বড় একটি গাছে আটকে গিয়ে বড় বিপদ থেকে রক্ষা যাত্রীদের। যখম সাতজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকাতে। জানা গেছে, ঘাটাল থেকে যাত্রী নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক যাচ্ছিল একটি বেসরকারি বাস। দাসপুরে বেপরোয়া গতিতে আরেকটি বাসকে ওভারটেক করছিল বলে জানান স্থানীয়রা।

বাসটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে রাস্তা খারাপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাল্টি খায়। তবে সৌভাগ্যবশত একেবারে উল্টে যায়নি। গাড়িটি কাত হয়ে একটি বড় গাছে আটকে যায়। এর জেরে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের অনেকেই জখম হন।

স্থানীয়রা দ্রুত ছুটে এসে গাড়ির ভেতর থেকে সকলকে উদ্ধার করে। তবে এদের মধ্যে গুরুতর জখম থাকা এক শিশুসহ সাত জনকে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কয়েক সপ্তাহ আগেই দাসপুর এলাকাতেই ২ বেসরকারি বাসের রেষারেষিতে একইভাবে বাস উল্টে অনেকে জখম হয়েছিলেন। তারপর ফের একই ঘটনা।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি বলেন-“কি কারনে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।”