ব্রেকিং নিউজ রাজ্য

রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো

রবীন্দ্র সরোবরের জলে ভয়ানক দূষণের জেরে অক্সিজেনের মাত্রা কমে গেছে। ফলত মাছের মড়ক লেগেছে। এর মধ্যে ছটপুজো হলে জল দূষণ আরও বাড়বে। তাই এবারও সরোবরের জলে ছট পুজো করা যাবে না। কারণ ঢাকুরিয়া লেকের পরিবেশ সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে যদি ছটপুজো হয়, তবে সরোবরের জলের প্রাণীরা সব মারা যাবে। তাই এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো।

১০ এবং ১১ নভেম্বর ছটপুজো। পুরসভার পক্ষ থেকে ওই দু’‌দিনই আলোর ব্যবস্থা করা হয়েছে গঙ্গার ঘাটে। নদী, পুকুর, জলাশয়ের পাশে পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী ঘরও তৈরি করিয়েছে পুরসভা।

শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে গতবার পুলিশের সামনে দিয়ে মিছিল করে এসে সরোবরে ছটপুজো করেন পুণ্যার্থীরা। তাদের পুলিশ কোনভাবে বাধা দেয় নি বলে দাবি কেএমডিএ’র। জানা গিয়েছে এবারে কেএমডিএ সরোবরের দূষণ রোধে বেসরকারি নিরাপত্তার পাশাপাশি জলের অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে।