আন্তর্জাতিক বিনোদন

জাপানেও রেকর্ড গড়ল ‘আর আর আর’

জাপানেও এবার “আর আর আর”। দেশ ছাড়িয়ে বিদেশে জয়ের নিশান আগেই উড়িয়েছিল “আর আর আর”। চলচ্চিত্রটি অস্কার না পেলেও, ‘নাটু নাটু ‘ গানের সুবাদে অস্কারের সঙ্গে আর আর আরের নাম জুড়ে গিয়েছিল আগেই। এবার জাপানেও রেকর্ড গড়ল “আর আর আর”। সাফল্যের পরে দর্শকদের ধন্যবাদ জানাতে ভুললেন না চলচ্চিত্রটির পরিচালক রাজামৌলি।

গত বছর অক্টোবর মাসে জাপানে মুক্তি পায় রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আর আর আর’। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ‘আর আর আর’ হচ্ছে প্রথম ভারতীয় ছবি যা জাপানে ১ মিলিয়নেরও বেশি দর্শক হলে গিয়ে দেখেছেন। ‘আর আর আর’ জাপানের ৪৪টি শহরজুড়ে ২০৯টি পর্দায় ও ৩১টি আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পায়। জাপানে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় ছবিও ‘আর আর আর’। এই ছবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে জাপানে প্রেক্ষাগৃহে ১৬৪ দিনে ‘আর আর আর’ ছবি ১ মিলিয়নের অধিক দর্শক টেনেছে। এখনও ছবিটি চলছে।