এবার জেলায় জেলায় তৈরি হচ্ছে তৃণমূলের কুইক রেসপন্স টিম। মুলত যুব সংগঠনের সদস্যদের নিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, প্রত্যেকটি জেলায় তৈরি হচ্ছে এই টিম। মানুষের পাশে যে কোনও দুর্যোগে এই টিম থাকবে। জেলা যুব সভাপতিদের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন যুব সভাপতি সায়নী ঘোষ। সমন্বয় বজায় রেখে তাঁরা কাজ করবে।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সংগঠনের কাজে ঢিলে দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। বরং মানুষের জন্য কাজ করার ব্যবস্থা তাঁরা করবেন। এই কুইক রেসপন্স টিম আসলে তারই বাস্তবায়ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহারে মানুষের পাশে থাকার যে বা দেওয়া হয়েছিল তাই পূরণ করার লক্ষ্যে এই কর্মসূচি।
করোনা পরিস্থিতিতে বহু মানুষ নানা ধরনের অসুবিধায় পড়ছেন। সাধারণ মানুষ যাতে প্রয়োজনে চিকিৎসা পরিষেবা পায়, বৃদ্ধ–বৃদ্ধারা যাতে সংকটে সাহায্য পান, তা নিশ্চিত করতেই জেলায় জেলায় কাজ করবেন কুইক রেসপন্স টিম। তাঁদের নেতৃত্ব দেবেন জেলার যুব নেতৃত্বরাই। আর গোটা বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব সায়নী ঘোষের কাঁধে।
সায়নী নিশ্চিত করছেন, সবকিছুর মধ্যে রাজনীতির অঙ্ক কষে লাভ হবে না। মানুষকে আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য করাই আশু লক্ষ্য। এই প্রকল্প দ্বিমুখী। কারণ একদিকে যেমন বিপদে আপদে পাশে থাকাটা আদর্শ জনসংযোগ হিসেবে গণ্য হবে, তেমনই মানুষের কাজ থেকেই উঠে আসবে যুব নেতৃত্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।